Home জাতীয় বুটেক্স ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল আইসব্রেকিং সেশন

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল আইসব্রেকিং সেশন

174
0
BUTEX CAREER CLUB
BUTEX CAREER CLUB

অন্যান্য ক্লাবের ন্যায় বুটেক্স ক্যারিয়ার ক্লাব ২০১৯ সালের মেম্বারশীপ সিলেকশন সম্পন্ন করে। ২০ জানুয়ারি ক্যারিয়ার ক্লাবে মেম্বারশীপ গ্রহনে আগ্রহীদের ভাইবার মাধ্যমে সিলেকশন প্রক্রিয়া শেষ হয়। ভাইবায় ৪৩ এবং ৪৪ ব্যাচের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছিল। সেখান থেকে বাছাইকৃতদের নিয়ে আজ বিকেল ৩ ঘটিকায় বুটেক্স সেমিনার রুমে আইসব্রেকিং সেশন শুরু হয়। 

আইসব্রেকিং সেশনের শুরুতে কেরিয়ার ক্লাবের অরগানাইজারগন নিজেদের পরিচয় দেন। তারপর,বুটেক্স ক্যারিয়ার ক্লাবের নবাগত সদস্যদের ১০ টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি গ্রুপে ৫-৬ জন মেম্বার ছিল। তারা একে অপরের সাথে পরিচয়সহ নিজেদের মধ্যে কুশল বিনিময় করে। দিনের প্রথম সেগমেন্টে- তাদের প্রত্যেককে ৫ টি প্রশ্ন দেওয়া হয়, যার উত্তর অন্য গ্রুপের মেম্বারদের জিজ্ঞাস করে জানতে হয়। এভাবে শুরু হয় আজকের ক্যারিয়ার ক্লাবের আইসব্রেকিং সেশন।

পরবর্তীতে তাদের হালকা খাবারের ব্যবস্থা করা হয়। 

তারপর, শুরু হয় দিনের শেষ সেগমেন্ট। যেখানে তাদের ক্যারিয়ার ক্লাব বিষয়ক ৫টি প্রশ্ন দেওয়া হয়। যা তাদের গ্রুপ মেম্বারদের সাথে নিয়ে একসাথে করতে হয়েছে। যার জন্য সময় দেওয়া হয় ৩০ মিনিট। ৩০ মিনিট পরে, প্রতি গ্রুপের ২ জনকে তা প্রেজেন্ট করতে বলা হয়। যার জন্য় সময় দেওয়া হয় ৩ মিনিট। 

দিনের শেষে অরগানাইজার এবং নবাগত সদস্যরা বুটেক্স ক্যারিয়ার ক্লাবকে বুটেক্স তথা বাংলাদেশের অন্যতম একটি ক্লাব হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ হন এবং নবাগত সদস্যদের করনীয় তুলে ধরা হয়। 

পরবর্তীতে ফটোসেশনের মাধ্যমে ক্যারিয়ার ক্লাবের অরগানাইজারগন আজকের বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আইসব্রেকিং সেশনের ইতি টানেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here