Home বিনোদন-বার্তা শাকিব খানের নতুন ইউটিউব চ্যানেল চালু

শাকিব খানের নতুন ইউটিউব চ্যানেল চালু

360
0
Sakib Khan
Sakib Khan

বাংলাদেশ তথা ওপার বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানের ইউটিউব দুনিয়ায় প্রবেশ। ঢালিউড-টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা, বিনোদনের নতুন জগতে প্রবেশ করলেন। আর সেটা হচ্ছে ইউটিউব জগত।

গতকাল শাকিব খান তার নিজের জন্মদিনে রাজধানীর একটি হোটেলে তার ইউটিউব চ্যানেলটি চালু করেন। চ্যানেলটির নাম দেয়া হয় “শাকিব খান অফিশিয়াল”। চ্যানেলটি বঙ্গ বিডি প্ল্যাটফর্মের অধীনে পরিচালিত হবে এবং এতে থাকবে সিনেমার ট্রেইলার, টিজার, শ্যুটীং এর পেছনের গল্পসহ আরো অনেক কিছু। সিনেমার মতই এই ডিজিটাল মাধ্যমেও দর্শকদের সহায়তা এবং ভালোবাসা পাবেন বলে জানান শাকিব খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here